ইউনাইটেড এয়ারওয়েজ পেল বিজনেস এশিয়া মোস্ট রেসপেক্টটেড কোম্পানী এ্যাওয়ার্ড ২০১৩
অভ্যন্তরীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে ব্যবসা সফলভাবে পরিচালনা করার জন্য বিজনেস এশিয়া মোস্ট রেসপেক্টটেড কোম্পানী এ্যাওয়ার্ড ২০১৩ পেল ইউনাইটেড এয়ারওয়েজ।
ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব দিলীপ বড়–য়ার কাছ থেকে এ্যাওয়ার্ড গ্রহন করেন গত ৪ অক্টোবর ২০১৩। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এইচ টি ইমাম মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রেসিডেন্ট, এফবিসিসিআই, জনাবা গীতি আরা সাফিয়া চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। এ্যাওয়ার্ড প্রদান করেন মাসিক বিজনেস এশিয়া পাবলিকেশস।
উল্লেখ্য ইতিপূর্বে অভ্যন্তরীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে অভাবনীয় সফলতার জন্য ২০১০ সালে হাউজ অব কমন্স লন্ডন কতৃক বেস্ট ইনভেস্টমেন্ট বাই দ্যা বাংলাদেশী ব্রিটিশ এক্সপাট্রিয়েটস, দেশের কাগজ বিজনেস এ্যাওয়ার্ড-২০০৭, বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০০৭, অর্থকণ্ঠ বিজনেস এ্যাওয়ার্ড- ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, বিজনেস এক্সপ্রেস বিজনেস এ্যাওয়ার্ড-২০০৯, মনিটর ডমেস্টি এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১০ ও ২০১২, বিজনেস এশিয়া বিজনেস এ্যাওয়ার্ড-২০১২, মিরর এভিয়েশন বিজনেস এ্যাওয়ার্ড-২০১৩ এবং সিলেট রতœ ফাউন্ডেশন আয়োজিত কর্মবীর সংবর্ধনা ও গুনিজন সম্মিলন ২০১৩-এ ভূষিত হয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের পুঁজি বাজারে একমাত্র বিমান সংস্থা যা বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, সিংগাপুর, কুয়ালা লামপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট, কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীন সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ একটি ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেডের বিমান বহরে রয়েছে একটি ড্যাশ-৮ ১০০, তিনটি এটিআর-৭২, পাচঁটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট এগারোটি এযারক্রাফট।