বর্ষসেরা মোবাইল এইচটিসি ওয়ান

HTC Oneবর্ষসেরা ফোন নির্বাচিত হয়েছে এইচটিসি ওয়ান। প্রতিযোগিতায় আইফোন ৫ ও গ্যালাক্সি এস-৪ কে পেছনে ফেলে এইচটিসি ওয়ান প্রথম হয়। বৃটেন ভিত্তিক ম্যাগাজিন টি-৩ নির্বাচন করেছে ২০১৩ সালের সেরা মোবাইল। বর্ষসেরা ফোন ছাড়াও সেরা নকশা ও  স্টাইলিশ স্মার্টফোনের খেতাবও জিতেছে এইচটিসি ওয়ান। টি-৩ ম্যাগাজিনের সম্পাদক কাইরান অ্যালগার জানিয়েছেন, তিনটি বিভাগে পুরস্কার জেতা ও সেরা ব্র্যান্ড হিসেবে মনোনয়ন পাওয়া এইচটিসির অসাধারণ অর্জন। এবারে টি-৩ ঘোষিত বর্ষসেরা কম্পিউটার ও ট্যাবলেটের খেতাব জিতেছে অ্যাপল। ১১ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার ও আইপ্যাড মিনির জন্য এ খেতাব জিতেছে অ্যাপল। বর্ষসেরা ক্যামেরা ও টিভির খেতাব গেছে সনির পণ্যে। বর্ষসেরা ব্র্যান্ডের খেতাব পেয়েছে স্যামসাং। ‘গুগল গ্লাস’ উদ্ভাবনের জন্য এ বছরের বর্ষসেরা উদ্ভাবনী পণ্যের খেতাব জিতেছে গুগল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button