বাড়িতেই সমজিদ নির্মাণ করলেন ব্রিটিশ স্কুল ছাত্র (ভিডিও)
ব্র্যাডফোর্ড গ্রামার স্কুলে পড়ুয়া ৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াহিয়া মুরাদ হুসেনের মসজিদ এর সামঞ্জস্য হল তার শহরের মসজিদটির সাথে যা করোনাভাইরাসের কারণে সদ্য বন্ধ হয়ে গেছে, সে নিজ বাড়িতে বসে মসজিদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কেন এবং কীভাবে সে এটি তৈরি করেছিলো জানতে চাইলে ইয়াহিয়া উত্তর দিয়েছিলো, ‘যখন শুনলাম যে করোনা ভাইরাসজনিত কারণে সমস্ত মসজিদ বন্ধ হয়েগেছে, তখন আমি আমার খেলার ঘরে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেই।’
‘আমি আমার বাবা-মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা আমাকে কোনও ডেস্কের প্যাকেজিং থেকে কিছু বাকী কার্ডবোর্ড দিয়ে এটি তৈরি করতে সহায়তা করবে। আমি কিছু অংশ পেইন্টিং করায় এটি তৈরি করতে আমার এক সপ্তাহ লেগেছিল এবং পেইন্টটি শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছিল। মোড়ক দিয়ে সাটিন কাঁচের জানালা তৈরি করতে আমার পছন্দ হয়েছিল তবে আমার প্রিয় অংশ গম্বুজটির সবুজ রঙ করা।
ইয়াহিয়া আরও বলেন, ‘যখন নামাজের সময় হয় তখন আমি আজান ও ইকামা দেই। আমার বাবা-মা আমার সাথে সেখানে নামাজ পড়েন। আমার মসজিদে থাকার জন্য আমার প্রিয় সময়টি মাগরিব, যেহেতু আমি পরী লাইটগুলি স্যুইচ অন করতে পারি এবং এটি সত্যিই খুব সুন্দর লাগে।’
নামাজের বাইরেও মসজিদটি তার নিজস্ব বিনোদন কেন্দ্র হিসাবে কাজ করে। ‘মাঝে মাঝে আমি সেখানে বই পড়ি, আজ আমি ‘গাধার পিছনে চড়তে’ পড়লাম যা মুল্লা নসরুদ্দিনের বুদ্ধিমান ও বোকা গল্পের বই। এটি সত্যিই একটি মজার বই’ বলেন ইয়াহিয়া।
তাঁর বিশ্বাসের কথা বলতে গিয়ে ইয়াহিয়া বলেন, ‘আমার বিশ্বাস আমাকে বিশ্বের উপলব্ধি করতে সহায়তা করে। এটি আমাকে সুরক্ষিত এবং আনন্দিত বোধ করে। আমি মনে করি যে আমার ইমান না থাকলে আমি অন্য ব্যক্তি হব।’