বেকহ্যামের প্রাসাদ বিক্রি
১৪ বছর থাকার পর ডেভিড বেকহ্যাম বিক্রি করে দিলেন তার বিখ্যাত বেকিংহ্যাম প্যালেস। ১৯৯৯ সালে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বেকহ্যাম যে প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন, তা বিক্রি হলো এক কোটি ২০ লক্ষ পাউন্ডে। ১২ একরের এস্টেটসহ এই বিখ্যাত ম্যানসনটি বেকহ্যাম বিক্রি করছেন সেন্ট্রাল লন্ডনে একটি বিরাট বাড়ি কেনার জন্য। যার দাম চার কোটি ৫০ লক্ষ পাউন্ড। শুধু বেকিংহ্যাম প্যালেসই নয়, তার সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন তারকা বেচে দিচ্ছেন বেশ কয়েকটি দামী গাড়িও। বেকিংহ্যাম প্যালেস তিনি কিনেছিলেন ২৫ লক্ষ পাউন্ডে। যার মানে, বাড়িটি বিক্রি করে ৯৫ লক্ষ্য পাউন্ড লাভ হচ্ছে বেকহ্যামের। এই প্রাসাদেই জন্ম নিয়েছিলেন বেকহ্যামের তিন ছেলে ব্রুকলিন, রোমিও ও ক্রুজের। ক্রুজের জন্মের কয়েক বছর পরই বেকহ্যামের সঙ্গে স্ত্রী ভিক্টোরিয়া ও তিন ছেলে চলে যান মাদ্রিদে। এরপর বেকহ্যাম রিয়াল মাদ্রিদ ছেড়ে এলএ গ্যালাক্সিতে যোগ দিলে তার পরিবার চলে যায় লস অ্যাঞ্জেলসে। তবে এবার ব্যবসার খাতিরে নতুন বাড়িতে যাচ্ছেন বেকহ্যাম। আর পুরনো বাড়িটা বিক্রি করছেন। যদিও সেখানে তার অসংখ্য রঙিন স্মৃতি জড়িয়ে রয়েছে।