হোম অফিস মহামারির সময় নতুন এসাইলাম প্রার্থীদের সহায়তা প্রদানে ব্যর্থ, আইনী চ্যালেন্জের সম্মুখীন
করোনাভাইরাস মহামারিকালীন সময়ে নতুন আশ্রয় প্রার্থীদের আর্থিক সহায়তা প্রদানে হোম অফিসের ব্যর্থতা এখন আইনী চ্যালেন্জের সম্মুখীন। আইনজীবিরা বলছেন, এভাবে অরক্ষিত পরিবারগুলোকে দুর্ভোগের দিকে ঠেলে দেয়া হচ্ছে। দেখা গেছে, লকডাউন কালে আবেদন দাখিলের কোন বিকল্প পদ্ধতি না থাকায় শত শত আশ্রয় প্রার্থীকে তাদের বৈধ সহায়তা দাবির জন্য লন্ডন যেতে হচ্ছে, না হয় কোন সাহায্য ছাড়াই বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। আইনজীবিরা বলেন, যে সব লোক আবেদন নিয়ে ক্রয়ডনের অ্যাসাইলাম স্ক্রিলিং ইউনিটে আসছেন, গৃহহীন না হলে তাদের আবেদন গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে ডিপার্টমেন্ট। ফলে অনেকের কাছে সহায়তা লাভের আর কোন পথ খোলা থাকছে না। জনৈক আফগান জানান, হোম অফিস লকডাউন প্রত্যাহার না হওয়া…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login