১০৯১ বছরে প্রথম বন্ধ হলো ব্রিটেনের রাজকীয় জুতা নির্মাতা প্রতিষ্ঠান

১৮২৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উৎপাদন কাজ বন্ধ রাখল ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের জন্য জুতা সরবরাহকারী কোম্পানি টিকার্স। নভেল করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে গত মাসে লন্ডনের এবং দুই সপ্তাহ আগে টোকিওর দোকান বন্ধ করল নর্দাম্পটনভিত্তিক এ কোম্পানি। গত শতকে দুটি বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর জন্য জুতা সরবরাহ করতে কারখানা চালু ছিল জোসেফ টিকার প্রতিষ্ঠিত কোম্পানিটির। টিকার্সের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ম্যাসন বলেন, এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। গত বছর ১৯০তম বার্ষিকী উদযাপন করেছিল টিকার্স, যেখানে উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস। একই বছরে যুক্তরাজ্যের বাইরে প্রথম জাপানে দোকান চালু করে কোম্পানিটি। জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ, বাস্কেটবল তারকা শ্যাকিল ও’নিল এবং রানী দ্বিতীয় এলিজাবেথের জুতা তৈরি করে কোম্পানিটি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘কিংকি বুটস’ ফিল্মের চিত্র ধারণ করা হয়েছিল টিকার্সের কারখানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button