মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবারের তারাবি
সউদী আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে স্বল্প পরিসরে অর্থাৎ ১০ রাকাত তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে (সন্ধ্যায়)। হারাম শরীফের ইমামদের পরিচালিত ফেসবুক পেজে এখবর জানানো হয়। এর আগে, করোনাভাইরাস মোকাবেলায় দেশটির প্রধান দুই মসজিদসহ সে দেশের সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। পরে রমজান উপলক্ষে শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ শর্তসাপেক্ষে ১০ রাকাত তারাবি আদায়ের অনুমতি দেওয়া হয়। ওয়াল্ড মেটার ইনফো অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯৩০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১২১ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন।
Emotional Scene In Masjid An Nabawi Last Night | Sheikh Budayr
Witr – 1st Ramadan 1441/2020 pic.twitter.com/MvbDbiCbiG— 𝗛𝗮𝗿𝗮𝗺𝗮𝗶𝗻 (@HaramainInfo) April 24, 2020