প্লাজমা পদ্ধতিতে যাচ্ছে যুক্তরাজ্য
প্রতি সপ্তাহে প্লাজমার ব্যবহার করা হবে প্রায় পাঁচ হাজার সংকটাপন্ন রোগীর ওপর
করোনার চিকিৎসায় রক্তের প্লাজমা পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমা ব্যবহার করা হবে নতুন আক্রান্ত রোগীদের চিকিৎসায়, বিশেষ করে যারা সংকটাপন্ন। এই চিকিৎসা কতটা সফল হবে, তা জানতে ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য।
শনিবার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাইরাসের নতুন চিকিৎসার অংশ হিসেবে প্রতি সপ্তাহে প্লাজমার ব্যবহার করা হবে প্রায় পাঁচ হাজার সংকটাপন্ন রোগীর ওপর। ভাইরাসের বিরুদ্ধে যেসব রোগীর দেহে অ্যান্টিবডি তৈরি হয় না, তাদের দেহে সুস্থ ব্যক্তির প্লাজমা ব্যবহার করা হবে। ২০০২ থেকে ২০০৪ সালেসার্স মহামারির সময় প্লাজমার ব্যবহার হয়েছিল।
এপ্রিল থেকে মে পর্যন্ত ১০ হাজার ইউনিট প্লাজমা সংগ্রহ করা হবে, যা পাঁচ হাজার রোগীর চিকিৎসায় যথেষ্ট। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ‘এই রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এই চিকিৎসা বড় ধরনের মাইলফলক হবে বলে আমার বিশ্বাস।’
ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ফন-ট্যাম বলেন, ‘কোভিড-১৯ রোগের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় ট্রায়াল করছে যুক্তরাজ্য, ওষুধ পরীক্ষার কাজে সাত হাজার ব্যক্তি জড়িত। আশা করি, এই তালিকায় শিগগিরই পস্নাজমা পদ্ধতি যুক্ত হবে।’
This hugely important clinical trial will help our NHS treat #coronavirus patients using plasma. If you’re asked, please take part. It’s painless: https://t.co/mTXZElyg2j pic.twitter.com/W1oLlJN2i9
— Matt Hancock (@MattHancock) April 25, 2020