শপথ নিয়েছেন হাইকোর্টের নতুন ১০ বিচারক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ১০ বিচারক শপথ নিয়েছেন। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেঙ ভবন মিলনায়তনে এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এস এইচ মোঃ নূরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাজিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান।
এর আগে এ ১০ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেন।