হুসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
বিধি বহির্ভূত ভাবে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ বাড়ানোয় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার ওই স্কুলের এক অভিভাবক গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এরশাদ ও অন্য ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন।
রিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সরকারের চাকরির মেয়াদ বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সুবোধ চন্দ্রের চাকরির বর্ধিত মেয়াদ বাতিলের কেন নির্দেশনা দেওয়া হবে না, মর্মে আর্জি জানানো হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, শিক্ষা সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক, সহকারী প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামান মিয়াকে বিবাদী করা হয়েছে রিট আবেদনে।
রিটকারীর আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ জানিয়েছেন আগামী বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।