মহামারী শেষে হাই স্ট্রিটে ক্রেতাদের ফেরা নিয়ে সংশয়
ব্রিটেনে পণ্য ক্রয়ের ধরনে বিরাট পরিবর্তন এসেছে
নভেল করোনাভাইরাসের ফলে হাই স্ট্রিটের প্রাইমার্ক, লরা অ্যাশলে, ওয়েসিস, ওয়্যারহাউজ, কিডস্টোনের মতো বিপণিবিতানগুলো এখন পতনের মুখে। এসব প্রতিষ্ঠানের লাখো কর্মী এতদিন আশায় দিন গুনেছিলেন যে অবরোধ শেষ হলে তারা হয়তো আবার কাজে যোগদান করতে পারবেন। কিন্তু দীর্ঘ লকডাউনে ক্রেতাদের চাহিদা, অভ্যাস ও কেনাকাটার ধরন পরিবর্তনে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
দোকানের স্বল্পতা, ঘরে বসে পণ্য ক্রয়ের সুবিধা, স্থানীয় বাজার থেকে কেনাকাটা এবং ফ্যাশন পণ্য ক্রয়ের ধরনে বিরাট পরিবর্তন এসেছে। গত তিন মাসের লকডাউন পরিস্থিতি বিশ্লেষণ করে সেন্টার ফর রিটেইল রিসার্চ (সিআরআর) বলছে, রিটেইল খাতে যে অর্থনৈতিক প্রভাব পড়ছে, তাতে চলতি বছরে প্রায় ২০ হাজার ৬২০টি দোকান বন্ধ হয়ে যেতে পারে এবং চাকরি হারাতে পারেন ২ লাখ ৫০ হাজার কর্মী। এর আগে ২০১৯ সালে রিটেইল খাতে ১৬ হাজার দোকান বন্ধ হয়েছিল। লরা অ্যাশলে ও কিডস্টন বন্ধ হওয়ার ফলে এরই মধ্যে প্রায় তিন হাজার কর্মী চাকরি হারিয়েছেন।