করোনাভাইরাস:
ব্রিটিশ সরকারের ৫০ হাজার পাউন্ডের বাউন্সব্যাক ঋণের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা যেভাবে আবেদন করবেন
আয়ের এক চতুর্থাংশ অর্থের জন্য আবেদন করা যাবে, তবে তা ৫০ হাজার পাউন্ডের বেশী হবে না
ব্রিটিশ সরকার জানিয়েছে, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ‘বাউন্সব্যাক’ ঋণের জন্য আবেদন করতে পারবে, যা একটি সংক্ষিপ্ত অনলাইন ফরম পূরণের মাধ্যমে করতে হবে। অনুমোদনের পর ২৪ ঘন্টার মধ্যে অর্থ ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে। ঋষি সুনাক গত সোমবার হাউস অব কমন্সে এই নতুন স্কীম ঘোষণা করেন। করোনাভাইরাস মহামারির সময়ে হাজারো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে— এমন আশংকা থেকে এই স্কীম ঘোষণা করা হয়েছে। ‘বাউন্সব্যাক’ ঋণ স্কীম ক্ষুদ্র ও ব্যাস্টিক ব্যবসায়গুলোর জন্য যেগুলো কোভিড-১৯ সংকটকালীন সময়ে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ঋণের জন্য তাদের ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে ৪ মে সোমবার সকাল ৯ ঘটিকা থেকে আবেদন করতে পারে। কোম্পানীগুলো কমপক্ষে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login