শিশুদের রহস্যময় উপসর্গ নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের কিছু শিশুর মধ্যে ফ্লু-র মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি নিয়ে রহস্যময় উপসর্গ দেখা দিয়েছে । এমন উপসর্গে ভোগা অনেক শিশুর দেহে করোনা পজিটিভ এসেছে। আর তাই এ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কত শিশুর মধ্যে এই নতুন ধরণের লক্ষণ দেখা গেছে তা স্পষ্ট নয়, তবে এ সংখ্যা কম বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, শিশুরা নতুন একটি উপসর্গে ভুগছে যেটি করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। এটি নিয়ে আমি চিন্তিত।
ইংল্যান্ডের ন্যাশনাল মেডিক্যালের পরিচালক স্টেফেন পোয়িস বলেন, এটা খুবই বিরল। আমরা গত কিছুদিন ধরে শিশুদের মধ্যে এটি দেখার পর সতর্ক হয়ে আছি।