ভিডিও বার্তায় যে সুসংবাদ দিলেন মসজিদুল হারামের খতিব
শিগগির মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়ার সুসংবাদ দিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।
গত মঙ্গলবার স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এ সুসংবাদ দেন। এ সময় মসজিদুল হারামের সিনিয়র এই ইমাম বলেন, আল্লাহর হুকুমে শিগগির মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।
বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশা আল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।
শায়খ সুদাইস আরো জানান, আল্লাহর হুকুমে হারামাইন শরিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে করোনার কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাড়াহুড়ো না করতেও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নন্দিত এ ইসলামী স্কলার।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।
Watch: General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman al-Sudais, discusses the launch of thermal cameras that detect #coronavirus in Islam’s holiest site, the Kaaba, in #Mecca.https://t.co/EqvBlNJfS9 pic.twitter.com/DI5LZB0Jpp
— Al Arabiya English (@AlArabiya_Eng) April 29, 2020