অর্ধেকে নেমেছে এইচএসবিসির মুনাফা
মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে মুনাফা কমেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক এইচএসবিসির। মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের শুল্ক-পূর্ববর্তী মুনাফা কমেছে প্রায় অর্ধেক।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকিং জায়ান্টটির শুল্ক-পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩২০ কোটি ডলার; যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৪৮ শতাংশ কম। আর মুনাফায় এ পতনের মূলে রয়েছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতি।
ব্যাংকটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়েল কুইন বলেন, আমাদের গ্রাহকদের ওপর বৈশ্বিক মহামারী কভিড-১৯-এর মারাত্মক অর্থনৈতিক প্রভাব পড়েছে। বিষয়টি প্রথম প্রান্তিকে আমাদের আর্থিক কার্যক্রম ও কর্মক্ষমতায় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। এছাড়া প্রান্তিকটিতে মন্দ ঋণের পরিমাণ দাঁড়াতে পারে ৩০০ বিলিয়ন ডলারে, যা ২০১৯ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ২৪০ কোটি ডলার বেশি। মূলত প্রায় নয় বছরের মধ্যে ব্যাংকটি এত বেশি পরিমাণ মন্দ ঋণের সম্মুখীন হয়নি।
HSBC, Europe’s largest bank by assets, said its net profit for the first quarter sank as it significantly raised provisions against losses from borrowers hit by the coronavirus https://t.co/PpuyL1vUjp
— The Wall Street Journal (@WSJ) April 28, 2020