অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ক্ষুদে ক্রিড়াবিদ ফিদার অসাধারণ সাফল্য
অস্ট্রেলিয়ান ন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’ ২০১৩ প্রতিযোগিতায় বাংলাদেশের দুই শিশু অসাধারণ সাফল্য পেয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আহমদ আকবর ফিদা অনুর্ধ ১৪ গ্রুপে ব্রোঞ্জ পদক এবং আহমদ লোবান মিহদা অনুর্ধ ১১ গ্রুপে স্বর্ণ পদক লাভ করেছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে বাছাইকৃত প্রতিযোগীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় গ্রিস, জার্মানী ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শিশুরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদা এবং লোবান এ সাফল্য অর্জন করে।
ফিদা এবং লোবান দুই ভাই। তাদের পিতা বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট স্থপতি কামারুজ্জামান আর মা শামা ফ্যাশন ডিজাইনার ও মনোবিজ্ঞানী। কামরুজ্জামান তার সন্তানদের সাফল্য সম্পর্কে জানিয়েছেন, তার ছেলেরা নিয়মিত এই মার্শাল আর্ট অনুশীলন করে। ফিদা এবং লোবান দুজনেই ব্ল্যাক বেল্ট সেকেন্ড ড্যান পর্যায়ে রয়েছে। বাবা-মায়ের পৃষ্ঠপোষকতা থাকলেও মূলত নিজেদের চেষ্টায় দুই ছেলে এই কৃতিত্বের অধিকারী হয়েছে বলে জানান কামরুজ্জামান। তবে তাদের কোরিয়ান কোচ রুথ-রৌ’র গাইড লাইনও এই সাফল্যের পেছনে কাজ করেছে বলে তিনি মনে করেন।
ফিদা বর্তমানে ইয়ার লেবেল-সিক্স আর লোবান লেবেল-ফাইভে পড়ালেখা করছে। কামরুজ্জামান আরো জানান, তার দেখা রেকর্ড অনুযায়ী এর আগে কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়ায় এ পর্যায়ের সাফল্য পেয়েছে বলে তার জানা নেই।