সামাজিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ২৩০ কোটি টাকা দিলো ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সামাজিক নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ সরকারের কাছে ২৪ মিলিয়ন ইউরো বা ২৩০ কোটি টাকা হস্তান্তর করেছে। ইইউর এ অনুদান দারিদ্র্য এবং চরম বৈষম্য নির্মূলে সরকারের প্রতিশ্রুতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি এক সমর্থন।
বৃহস্পতিবার ঢাকার ইইউ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) সংস্কার কর্মসূচিতে ইইউ সেক্টর বাজেট সাপোর্ট কর্মসূচির আওতায় এটি প্রথম বিতরণ। দরিদ্রতার মাঝে বসবাসকারী বা ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের প্রয়োজনে আরও ভালোভাবে সেবা দেয়ার জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পরিচালনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জবাবদিহি বাড়াতে এক গুরুত্বপূর্ণ রোডম্যাপ এনএসএসএস।
চলমান কোভিড-১৯ এর মতো জরুরি অবস্থা যখন আঘাত হানে তখন কর্মহীন লোকদের নিরাপত্তার জন্য কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়ে।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক বলেন, ‘ইউরোপীয় সামাজিক মডেলের কেন্দ্রে রয়েছে সামাজিক নিরাপত্তা এবং এটি বাংলাদেশে সহযোগিতার এক মৌলিক ক্ষেত্র।’ -ইউএনবি