২০১৯ সালে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৯০ লাখ মানুষ
সউদী আরবের জেনারেল অথোরিটি ফর দ্য স্ট্যাটিসটিক্স ‘(জিএস্ট্যাট)’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালে ওমরা হজ পালন করেছেন ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ। সংস্থাটি জানিয়েছে, মোট ওমরা হজ পালনকারীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৩১ জন। এর মধ্যে বহির্বিশ্ব থেকে এসেছেন ৭৪ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন। হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিসংখ্যান উদ্ধৃত করে সংস্থাটি জানায়, সউদী এবং নন সউদীসহ হজযাত্রীদের সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ ৩৬৮ জন।
হজ ও ওমরা পালনকারীদের ৪৫.৪ শতাংশ সউদীর নাগরিক এবং বাকী ৫৪.৬ শতাংশ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়েছে ৪.৬৩ শতাংশ। এর মধ্যে ২৭.৭৩ শতাংশ সউদী আরবের নাগরিক। গত বছর পবিত্র রমজান মাসে ওমরা পালনকারীর সংখ্যা ছিলো সারা বছরে হজ পালনকারীর মোট সংখ্যার ৫৮.১০ শতাংশ। হজ আদায়কারীদের মধ্যে ৬৪.৬২ শতাংশ পুরুষ এবং ৩৫.৩৮ শতাংশ মহিলা। হজযাত্রীদের অধিকাংশ ৩০ থেকে ৩৯ বছরের মাঝামাঝি বয়সী।