ক্ষুব্ধ প্রিন্সেস হেন্দ আল কাসিমি

আমরা যদি বলি আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না, কেমন লাগবে?

কয়েক ‌দিন ধরেই তার সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে ইসলাম বিরোধী মন্তব্যের ঝড় বইছে। এবার সেই নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হেন্দ আল কাসিমি। নিউজ ১৮-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ভারত আর সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক দীর্ঘদিনের। এমন মন্তব্য এর আগে তিনি কখনো শোনননি। ভারতীয়দের ইতিহাসের সঙ্গে এই অভ্যাস কখনো মেলে না। তিনি একথা মনে করেন যে কয়েকজনের কথা সমগ্র ভারতের মতামত নয়, কিন্তু পাশাপাশি তিনি এই বুঝিয়ে দিয়েছেন যে এই অংশের ভারতীয়রা কী চান?‌ সংযুক্ত আরব আমিরাতে কে আসবেন, যে যাবেন, সেটা পছন্দ করে নিতে?‌
‘‌শুধু মুসলিম আর খ্রিস্টানদের এখানে আসার অনুমতি দেয়া হবে?‌ কিন্তু আমরা তো এভাবে বড় হইনি। আমাদের তারা সকলেই ভারতীয়। তাদের মধ্যে কোনো বিভাজন আমরা করি না, যেমন শুধু মুসলিমদের সঙ্গে কাজ করব, এমন ভাবনাও আমাদের নেই’, মন্তব্য করেছেন তিনি।‌
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩৫ লাখ ভারতীয় কাজ করে থাকে। দূতাবাসের দেয়া তথ্য অনুসারে, মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।
তিনি বলেছেন ‘‌ভারতীয়দের কেমন লাগবে, যদি আমাদের দেশ বলে যে আমিরাতে হিন্দুদের ঢুকতে দেয়া হবে না?‌ এই দেশ থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার উপার্জন করে নিয়ে যান ভারতীয়রা। যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে বুঝতে পারছেন?‌ এই দেশে ভারতীয়রা কঠোর পরিশ্রম করেন। আমার মনে হয়, তাদের ভুল ভাবমূর্তি তুলে ধরে যারা, তাদের সঙ্গে এদের এক সারিতে রাখা যায়।’‌ ভারতে চলমান মুসলিমবিরোধী প্রচারণার প্রেক্ষাপটে তিনি এই কঠিন মন্তব্য করলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button