আমিরাতে ৪৮ তলা ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি শারজাহ টাওয়ার নামেও পরিচিত। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে শত শত ফায়ার সার্ভিসের কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। ড্রোন প্রযুক্তির সহায়তা নিয়ে শতাধিক মেশিন দিয়ে পানি ছেটাচ্ছেন তারা। কিন্তু আগুনের তীব্রতা এতোই বেশি যে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ারের আশপাশের পাঁচটি ভবন খালি করা হয়েছে। ৪৮ তলা বিশিষ্ট ওই ভবনে কিভাবে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি শারজাহ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা। বিল্ডিং ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে আগুনের কুন্ডলিতে পরিণত হওয়ার জন্য দায়ী ভবনটি তৈরিতে এর পাশের ‘সাইডিং’-এ ব্যবহৃত অ্যালুমিনিয়ামের তৈরি ধাতব পাত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১১ তলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভবনটির প্রায় সকল তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশপাশের কয়েকটি ভবনে গিয়ে পড়ে। প্রসঙ্গত, ২০০৬ সালে এই অ্যাবকো টাওয়ার নির্মিত হয়। এর ৩৬টি তলা আবাসিক। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে।
VIDEO: Massive fire guts 49-storey Abbco Tower in #Sharjah‘s #Al #Nahda. No casualties reported but 7 minor injuries #sharjahfire: https://t.co/6ktrVZ4kgp pic.twitter.com/JE5t9UhuWf
— Khaleej Times (@khaleejtimes) May 5, 2020
Video: Building fire in Sharjah’s Al Nahda… here’s what remains after the blaze
Details here: https://t.co/d02burrf0U pic.twitter.com/21vy2PIabu
— Khaleej Times (@khaleejtimes) May 6, 2020