ব্রিটেনে ধরা পড়লেই অবৈধ অভিবাসীদের দেশে ফেরত

UK BAগোলাম মোস্তফা ফারুক: ব্রিটেনে মানবাধিকার আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। অবৈধ বসবাসকারীরা ধরা পড়লে এতদিন আপিল করে আরও দীর্ঘদিন ব্রিটেনে অবস্থান করতে পারতেন। নতুন আইনে সে সুযোগ আর রাখা হচ্ছে না। ধরা পড়ার সঙ্গে সঙ্গে দেশে ফেরত- এ বিধান করা হচ্ছে। ব্রিটেনে অভিবাসন অভিযানে ধরা পড়ার পর দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা ব্যক্তিদের আপিলের অধিকার বন্ধের জন্য এই আইনটি করা হচ্ছে। আইনের খসড়া চূড়ান্ত। খসড়া অনুযায়ী অবৈধ অভিবাসী কিংবা বিদেশী অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরই আপিলের শুনানি হবে। নতুন আইনে সুযোগ সীমিত করার মাধ্যমে আপিল করার ১৭টি কারণের মধ্যে মাত্র ৪টি বলবৎ রাখা হচ্ছে। নতুন নিয়মটি কার্যকর হলে প্রতি বছর ৬৮ হাজার আপিল আবেদন অর্ধেকে নেমে আসবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসামে বলেন, ব্রিটেনের হিউম্যান রাইট অ্যাক্ট এবং ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের আওতায় ডিপোর্টেশন ঠেকাতে অনেকেই আপিল করেন, এই আপিলের শুনানি দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ক্ষেত্রবিশেষ কয়েক বছর সময় লেগে যায়। ততদিন ধরাপড়া অবৈধ ব্যক্তিরা আইনের ফাঁক নিয়ে ব্রিটেনে অবস্থান করতেন এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button