সোমবার থেকে লকডাউন শিথিলের ইঙ্গিত জনসনের
আগামী সোমবার থেকে বৃটেনে শিথিল হতে পারে লকডাউন। বুধবার পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি আরো জানান, করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্তে চলতি মাসের শেষের দিকে প্রতিদিন ২ লাখ করে পরীক্ষার লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে তার সরকার। গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনসন। সুস্থ হওয়ার পর বুধবার প্রথমবারের মতো পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রশ্নের সম্মুখীন হন তিনি। আগামী সোমবার থেকে দেশে করোনা সংক্রমণ রোধে জারি লকডাউন পরিস্থিতিতে পরিবর্তন আনার কথা চিন্তা করছেন তিনি। আগামী রোববার এ নিয়ে বিবৃতি দেবেন তিনি।
তবে জনসন জানিয়েছেন, পর্যালোচনার উপর ভিত্তি করে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মে পরিবর্তন আনা হতে পারে। তিনি আরো জানান, লকডাউন প্রত্যাহার নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে একটি বিতর্কের আয়োজন করা হবে। জনসন আরো জানান, চলতি মাসের শেষের মধ্যে প্রতিদিন দুই লাখ করে করোনা পরীক্ষা করার লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার। পূর্বে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা দিন প্রতি ১ লাখ করে পরীক্ষা করছেন। তবে বিরোধীদের দাবি, সম্প্রতি পরীক্ষার হার ১ লাখের নিচে নেমে এসেছে।
Thank you to all of our carers for your fantastic work, day in, day out. You are pillars of society in the fight against coronavirus. pic.twitter.com/VWi5PQDuRl
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) May 7, 2020