এশীয় বন্দিদের দেশে ফেরত পাঠাবে ব্রিটেন
এশীয় বন্দিদের দেশে ফেরত পাঠাবে ব্রিটেন। সোমবার ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নিজেদের কারাগারে চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। দেশে ফিরতে পারলেও কারাগারেই শাস্তির বাকি মেয়াদ কাটাতে হবে তাদের। তবে এই সিদ্ধান্তের পিছনে অর্থ সাশ্রয়ের বিষয়টিও কাজ করছে বলে মনে করছেন অনেকে। ব্রিটেনের কারাগারে বর্তমানে মোট এক লাখ ১১ হাজার ২৭ জন কয়েদি আছেন। তাদের মধ্যে দুই হাজার ২৩৩ জন এশীয়। এদের মধ্যে ২৪২ জন বাংলাদেশি, ৫০৯ জন পাকিস্তানি, ৪৪৭ জন ভারতীয়, ৪২৪ জন ভিয়েতনামি ও ২১০ জন চীনা নাগরিক।
তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে যুক্তরাজ্য সরকার। এ প্রক্রিয়া শুরু করতে যুক্তরাজ্যের সব থানাকেও এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।