রসিকতা না অন্য কিছু?
লকডাউনের মধ্যেই একটি পার্কে পায়চারী করছেন করোনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তা দেখেই যেন এক পথচারী তার আঙ্গুল নেড়ে কিছু একটা বলছেন প্রধানমন্ত্রীকে। লোকটি কি বলছে তা বোঝা না গেলেও তার মৃদু হাসি এবং পেছনে দাঁড়ানো এক নারীর হাসি দেখে বোঝা যাচ্ছে কিছু একটা নিয়ে রসিকতা হচ্ছে। রবিবার সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কে অনেকটা অগোছালো ভঙ্গিতে পায়চারী করছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই লন্ডনবাসীকে বলেছিলেন লকডাউনের শেষ কিছুদিন বাসায় থাকার জন্য। কিন্তু সেই নেতাই যখন কফি হাতে ঘুরছেন তখন সাধারণ মানুষ কিভাবে মানবে তার উপদেশ! আঙ্গুল দুলিয়ে লোকটি কি বরিসকে সেই কথাই বলছে?