৪৯৩ মিলিয়ন ডলারের ‘রমজান সহায়তা’ বাদশাহ সালমানের
করোনা পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়াতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার নাগরিকদের সামাজিক সুরক্ষা হিসেবে ‘রমজান সহায়তা’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই রমজানে ১.৮৫ বিলিয়ন সৌদি রিয়াল বা ৪৯ কোটি ২৬ লাখ ডলার পরিমাণ অর্থের সহায়তা বিতরণের আদেশ দিয়েছেন।
সোমবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রত্যেক পরিবার এক হাজার রিয়াল ও পরিবারের প্রত্যেক সদস্য ৫০০ রিয়াল করে পাবেন। এছাড়াও রমজান উপলক্ষে দেশটি তাদের অভাবগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করে আসছে। করোনা মহামারিতে বাদশা সালমান ইয়েমেনেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) খোলার মাধ্যমে ইয়েমেনে সহায়তা প্রদান করছে সৌদি বাদশাহ।
#SaudiArabia‘s King Salman has ordered SR1.85 billion in ‘#Ramadan aid’ as the head of a family will be given SR1,000 and dependents will be given SR500. https://t.co/rrxBnVwY5w
— Saudi Gazette (@Saudi_Gazette) May 11, 2020