ব্রিটেনে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য এখন কি ভালো সময়?
দুই মাস স্হবির থাকার পর সরকার থেকে গ্রীন সিগন্যাল পেয়ে শেষ পর্যন্ত ব্রিটেনের হাউজিং মার্কেট পুনরায় খুলেছে। অবশ্য এক্ষেত্রে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কিছু নতুন নীতিমালা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কর্তৃক লকডাউন শিথিলের প্রথম পর্যায়ের অংশ হিসেবে এখন ইংল্যান্ডের লোকজন একটি প্রোপার্টি অর্থাৎ সম্পত্তি ক্রয়, বিক্রি কিংবা ভাড়া দেয়া-নেয়ার অনুমতি লাভ করেছেন, এমনকি বাড়ি দেখারও অনুমতি পেয়েছেন। ধারনা করা হচ্ছিলো যে, এমন দীর্ঘ বিরতির পর এটা ফার্স্ট টাইম বায়ার অর্থাৎ প্রথম বারের ক্রেতাদের জন্য একটি দরকষাকষির আদর্শ সময় কি-না। এটা কি একজনের প্রথম বাড়ি কেনার জন্য প্রকৃত আদর্শ সময়? এব্যাপারে হাউজিং মার্কেট এনালিস্ট এবং অনলাইন…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login