শাইখুল হাদিস আল্লামা সাঈদ পালনপুরীর ইন্তেকাল
ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল ৭টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন তিনি।
দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস প্রদানকারী শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম ওলামা ও ভক্তবৃন্দ। ভারতের প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে ভারত-বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে তার ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছে।