শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত (ভিডিও)
শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তানের করাচিতে ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি আজ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই দূর্ঘটনার শিকার হয়। বিমানটি ক্র ও যাত্রী-সহ মোট ১০০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷ দেশের ব্যস্ততম বিমানবন্দরের কাছে মডেল কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রসঙ্গত এই মডেল কলোনি জনবহুল এলাকা বলে জানা গেছে। তবে মোট হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
In addition to passengers, multiple homes in the area on fire
It was an @Official_PIA Airbus A320 on a flight from #lahore to #Karachi says @PKAviation. The aircraft is registered AP-BLD and flight number was #PK8303. It took off from Lahore at 1300 & scheduled to land at 1445 pic.twitter.com/qf65wTWD19
— Osama Bin Javaid (@osamabinjavaid) May 22, 2020