লন্ডনে ক্রেডিট কার্ড জালিয়াতি : ব্যবসায়ীর ৮ হাজার পাউন্ড ট্রান্সফার
লন্ডনে সক্রিয় হয়ে উঠেছে ক্রেডিট কার্ড জালিয়াত চক্র। এ চক্রের হোতারা নানা উপায়ে ক্রেডিট কার্ড হোল্ডারদের পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এ চক্র গত শুক্রবার স্কটল্যান্ডের জনৈক ব্যবসায়ীর ক্রেডিট কার্ডের প্রায় ৮ হাজার পাউন্ড ট্রান্সফার করে ফেলে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যবসায়ী জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত একটি নাম্বার থেকে তার রেস্টুরেন্টের টেলিফোনে ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে জনৈক মহিলা জানায়, তার স্ট্রীম লাইনের ৩১ পাউন্ড বকেয়া রয়েছে। এই বকেয়া পরিশোধ না করলে তাৎক্ষনিকভাবে তার স্ট্রীম লাইনের লাইন কেটে ফেলা হবে। মহিলাটি এও জানায়, টেলিফোনে তিনি বকেয়া বিল পরিশোধ করতে পারবেন। মহিলা ব্যবসায়ীর দুটি ব্যাংকের ক্রেডিট কার্ডের নম্বর নেয়। এরপর তারা দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৮ হাজার পাউন্ড ট্রান্সফার করে ফেলে। শনিবার দুটি ব্যাংকে ফোন করে ওই ব্যবসায়ী জানতে পারেন, তার দুটি ক্রেডিট কার্ডের নম্বর থেকে প্রায় ৮ হাজার পাউন্ড ট্রান্সফার করে নিয়ে গেছে ওই চক্র। ব্যবসায়ী এ ব্যাপারে দুটি ব্যাংকে অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যবসায়ী-জালিয়াত চক্রের হাত থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।