১৫ জুন থেকে ব্রিটেনের গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক
কেউ এই আইন অমান্য করলে জরিমানা গুনতে হবে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইংল্যান্ডে আগামী ১৫ই জুন থেকে বাস-ট্রেন-টিউবের মত গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এ কথা বলেছেন। গণপরিবহনে যাত্রীদেরকে করোনার প্রকোপ থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের অনেক দেশেই সাম্প্রতিক সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, ভ্রমণের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে মুখ ঢেকে রাখা। কেউ এই আইন অমান্য করলে তাকে জরিমানা গুনতে হবে।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন। এর মধ্যে মারা গেছে ৩৯ হাজার ৯০৪ জন।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজন মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। টানা তিনদিন হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রধানমন্ত্রী জনসন।
ব্রিটেনে ভাইরাস সংক্রমণ শুরুর প্রথম দিকে সরকারের অবস্থান ছিল এমন যে, ফেস মাস্ক পরার প্রয়োজন নেই- এতে তেমন কোন কাজ হয় না, বরং সাবান দিয়ে বার বার হাত ধোয়া অনেক বেশি কার্যকর। তবে সম্প্রতি সেই অবস্থান থেকে ব্রিটিশ সরকার ধীরে ধীরে সরে এসেছে।
✅ Wear a face covering when travelling
🗓 From 15 June it will be compulsory to wear a face covering on public transport
🗓 From 8 June we will trial giving out free masks to help customers adjust to the upcoming requirementhttps://t.co/2aQ7YGpCwQ pic.twitter.com/IGS3syLisq
— Transport for London 🚶🚴 (@TfL) June 5, 2020