প্রথম পাঁচ মাসে ৪ লাখ গাড়ি নির্মাণ তুরস্কের
২০২০ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে অটোমোবাইল, হালকা বাণিজ্যিক যান, ট্রাক্টরসহ ৪ লাখ ১৫ হাজার ৪৫৪ গাড়ি নির্মাণ করেছে তুরস্কের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে গাড়ি নির্মাতাদের একটি সংগঠন।
তুরস্কের অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, কভিড-১৯ মহামারীর কারণে চলতি বছরের প্রথম পাঁচ মাসে গাড়ি বিক্রি বছরওয়ারি ৩৫ শতাংশ কমেছে। নির্মিত গাড়িগুলোর প্রায় ৮০ শতাংশই রফতানি হয়েছে। নভেল করোনাভাইরাস ঠেকাতে গৃহীত লকডাউনের কারণে দেশটির গাড়ি রফতানি ৩৮ শতাংশ কমে ৩ লাখ ৩১ হাজার ৩৯১ ইউনিটে দাঁড়িয়েছে। গত পাঁচ মাসের গাড়ি রফতানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ কমে ৯০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
ফোর্ড, হোন্ডা, হুন্দাই, মার্সিডিজ, রেনোঁ, টয়োটাসহ শীর্ষ আন্তর্জাতিক গাড়ি নির্মাতা কোম্পানির কারখানা রয়েছে তুরস্কে। লকডাউন নীতিমালা শিথিল হওয়ায় মে মাসে তুরস্কে ৬৩ হাজার ১৪৫টি গাড়ি নির্মাণ করেছে কোম্পানিগুলো, যা এপ্রিলের ১১ হাজার ১৬৪ ইউনিটের চেয়ে অনেক বেশি।