একনজরে বাজেট ২০২০-২১

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট। এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন অর্থবছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। তার মধ্যে এনবিআরের সংগ্রহ করতে হবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এনবিআরের বাইরে সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি টাকা। কর-বহির্ভুত খাত থেকে অর্জনের লক্ষ্য রয়েছে ৩৩ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান হিসেবে আসবে ৪ হাজার ১৩ কোটি টাকা। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে কিছু অংশ পড়ে শুনান এবং বাকি অংশ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
সংক্ষেপে বাজেট ২০২০-২১
> বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
> আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা।
> ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
> করমুক্ত আয়সীমা বেড়ে পুরুষ ৩ লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি নাগরিকদের সাড়ে ৩ লাখ টাকা।
> অনলাইনে প্রথমবার করদাতাদের ২ হাজার টাকা মওকুফ।
> স্বাস্থ্য খাতে বাজেটের ৭ দশমিক ২ শতাংশ (৪১ হাজার ২৭ কোটি টাকা) বরাদ্দের প্রস্তাব।
> ১০০ কোটি টাকার সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব।
> দাম কমছে: আমদানি করা স্বর্ণ, জুতা তৈরির কাপড়, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, ক¤েপ্রসারের কাঁচামাল, সয়াবিন তেল, ডিটারজেন্ট ও কৃষি যন্ত্রপাতি।
> দাম বাড়ছে: তামাক পণ্য, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, আমদানি করা মধু, আমদানি করা পোল্ট্রি শিল্পের উপকরণ, প্রিন্টারের কালি, আঠা তৈরির উপকরণ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button