লন্ডনের হাউজিং মার্কেট: অর্থনীতিকে চাঙ্গা করতে হাজারো নতুন বাড়ি বিক্রির পরিকল্পনা
প্রোপার্টি মার্কেটে নজিরবিহীন বাধা বিপত্তি সত্বেও চলতি বছর ২২ সহস্রাধিক নতুন বাড়িঘরকে লন্ডনবাসীদের জন্য গ্রীন লাইট অর্থাৎ অনুমোদন দেয়া হয়েছে। এটা নির্মাণ শিল্পের জন্য নতুন বাড়িঘর ও চাকুরীর মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা। এমনকি যখন লকডাউন আরোপ করা হয় তখন পরিকল্পনা বিভাগগুলোতে নৈরাজ্য বিদ্যমান থাকা সত্বেও, স্হানীয় কর্তৃপক্ষসমূহ কর্তৃক জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত অনেকগুলো বাড়িঘরকে অনুমোদন দেয়া হয় গত বছরের প্রথম পাঁচ মাসের ন্যায়। এক্সপার্টস মলিওর এ তথ্য জানায়। বছরের একটি জোরালো সূচনার পর, এপ্রিল ও মে মাসে ৪৬১৮ টি বাড়ি প্ল্যানিং পারমিশন লাভ করে। সেটা ছিলো সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার সময়, যখন কাউন্সিলগুলো ভার্চুয়াল মিটিং আয়োজন ও মার্কেট…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login