জুমের ভিডিও কলে রাজকীয় মিটিং করলেন রাণী
রাণী দ্বিতীয় এলিজাবেথও জুমের ভিডিও কলে অংশ নিয়ে রাজকীয় দায়িত্ব সামলিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো রাণী এভাবে প্রযুক্তির সহায়তা নিয়ে রাজকার্য পরিচালনা করলেন। ৯৪ বছর বয়সী রাণী মূলত একদল স্বেচ্ছাসেবীর সঙ্গে আলাপ করতে ভিডিও কলে আসেন। সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিসেন্স অ্যানি।
রাজপরিবারের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে, ব্রিটেনজুড়ে ৭০ লাখ সেচ্ছাসেবীর মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এই কলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন অসুস্থ, অসহায় মানুষদের দেখভাল করেন।
ভিডিও কলে রাণী বলেন, ‘আপনাদের সবার গল্প শুনে ভালো লাগছে। ইতিমধ্যে যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আজ আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত।’ জুমে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয় গত ৪ জুন। রাজপরিবার থেকে বিষয়টি বৃহস্পতিবার জানানো হয়েছে। লকডাউনের দিনগুলোতে রানি তার রেডবক্সের মাধ্যমে সংসদ থেকে প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন। একই সঙ্গে বরিস জনসন সপ্তাহে একবার করে তার সঙ্গে ফোনে কথা বলছেন।
To mark #CarersWeek2020, The Queen and The Princess Royal spoke to a group of carers who are supported by The @CarersTrust to find out more about the challenges they face. pic.twitter.com/ieMyPWlNeV
— The Royal Family (@RoyalFamily) June 11, 2020