‘বর্ণবাদীদের রাস্তায়ও জায়গা দেওয়া হবে না’
বর্ণবাদীদের যুক্তরাজ্যের রাস্তায়ও জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শনিবার এক টুইট বার্তায় এমন ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। টুইট বার্তায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাস্তায় কোনও জায়গা নেই বর্ণবাদী গুণ্ডাদের। পুলিশের উপর যেই আক্রমণ করবে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী, সুদূর ডানপন্থী বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসভাগুলোকে বিকৃত করে সহিংসতায় রুপ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
Racist thuggery has no place on our streets. Anyone attacking the police will be met with full force of the law. These marches & protests have been subverted by violence and breach current guidelines. Racism has no part in the UK and we must work together to make that a reality.
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) June 13, 2020