ব্রিটেনে দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন যাবত দেশটির সরকারি নির্দেশে বন্ধ করে রাখা হয়েছে দোকানপাট। আজ সোমবার এসব দোকান পাঠ খুলে দেওয়ায় দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। বিবিসির খবরে বলা হয়, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ এসব দোকানপাট খুলতে অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের দেওয়া লকডাউনে বন্ধ করে দেওয়া হয়েছিল দোকানগুলো। সোমবার প্রথম দিনে প্রচুর লোকজনকে দোকানগুলোর সামনে ভিড় করছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। খবরে বলা হয়, কোথাও কোথাও ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। দোকানের সামনে সৃষ্টি হয়েছে লম্বা লাইন।