চালক ও যাত্রীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে উবার
যুক্তরাজ্যে আজ সোমবার থেকে চালক ও যাত্রী উভয়ের জন্য ফেস মাস্ক বাধ্যতামূলক করছে রাইড শেয়ারিং জায়ান্ট উবার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সবাইকে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্যই তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে নিশ্চিত করা হচ্ছে চালকদের সুরক্ষা সরঞ্জাম প্রাপ্তি।
এদিকে শুধু উবারেই নয়, সোমবার থেকে ইংল্যান্ডে সব ধরনের গণপরিবহন ও হাসপাতালে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, ফেস মাস্কের ব্যবহার কভিড-১৯-এর সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। মূলত এর পরই গণপরিবহনে মাস্ক ব্যবহারের বিষয়ে এ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। তবে লন্ডনে উবার চালকদের কাজে ফেরার আগে আরো বেশকিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে অন্যতম হলো, প্রথমেই তাদেরকে নিজেদের একটি ছবি জমা দিতে হবে। ওই ছবি দেখে বোঝা যাবে যে তারা জারীকৃত নতুন নিয়ম পালন করছেন কিনা। অন্য পদক্ষেপের মধ্যে রয়েছে চালকদের ২০ লাখেরও বেশি মাস্ক এবং ৫৪ হাজার ইউনিট পরিষ্কারক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা।