তদারকির জন্য রাস্তায় ৩ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন
গণপরিবহনে ফেসমাস্ক বাধ্যতামূলক, অমান্য করলে ১০০ পাউন্ড জরিমানা
ফেসমাস্ক ‘নতুন স্বাভাবিক’ বিষয় হিসেবে গ্রহণ করতে হবে
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, গণপরিবহনে ‘ফেসমাস্ক’ বাধ্যতামূলক । মাস্ক ব্যবহার না করলে গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা। তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় মাত্রায় সংক্রমণ এড়াতে এবং সংক্রমণের হার কমাতে কমপক্ষে আগামী বছর পর্যন্ত ফেসমাস্ক ‘নতুন স্বাভাবিক’ বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।
ইংল্য্যান্ডের সব বাস ও ট্রেনে হাজারো ফ্রি মাস্ক বিলি করা হয়েছে। নিয়ম পালন করানোর জন্য রাস্তায় মোতায়েন করা হয়েছে ৩ হাজারেরও বেশি পুলিশ। সাদিক খান বলেন , আগামী বছর পর্যন্ত ফেসমাস্ক মাঝে – মধ্যে নয়, নিয়ম মেনে ব্যবহার করতে হবে।
গত তিন মাস যাবত লকডাউনের পর ১৫ জুন সোমবার থেকে লন্ডনের দোকান ও ব্যবসা – প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। প্রায় হাজারো ক্রেতাকে দোকানগুলোর সামনে অপেক্ষা করতে দেখা যায় ।
From today, it’s mandatory to wear a face covering on public transport.
To everyone following the rules and helping to protect fellow Londoners: thank you. pic.twitter.com/3MSCgzfZR1
— Sadiq Khan (@SadiqKhan) June 15, 2020