১৯২৯ সালের মহামন্দার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশটি
যুক্তরাজ্যে লকডাউনে কর্মহীন ৬ লাখ মানুষ
বড় ধরণের সহায়তার পরও কর্মহীন হচ্ছে বহু মানুষ
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপি কর্মহারা মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে প্রতিদিন। শুধু মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই যুক্তরাজ্যে কাজ হারিয়েছেন ৬ লাখের বেশি মানুষ। তাছাড়া কাজের সাথে অন্যান্য সুবিধা হারিয়েছেন প্রায় ২৮ লাখ মানুষ। মাত্র ৬ সপ্তাহের লকডাউনে দেশটির শ্রমবাজারে এতো বড় ধাক্কা লেগেছে। তবে অর্থনীতিবীদরা বলছেন এখনই প্রকৃত অবস্থা বোঝা যাবে না এ জন্য অক্টোবর মাস প্রর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারের পক্ষ থেকে বড় ধরণের সহায়তার পরও দেশটিতে কর্মহীন হচ্ছেন বহু মানুষ। দেশটিতে বর্তমানে কর্মহীনদের যে হার তা ১৯২৯ সালের মহামন্দার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে যুক্তরাজ্যের শ্রম ইন্সটিটিউট। যুক্তরাজ্যে এখন যেকোন চাকরীর আবেদনে ৮ জন মানুষ প্রতি পদের জন্য আবেদন করছেন আগে যেখানে প্রতি পদের জন্য দুজন আবেদন করতো।