‘সামনে কিছু কঠিন সময় আসবে’
‘যা ঘটেছে তার জন্য বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে’
‘আরেকটি জাতীয় লকডাউনের আশা করবেন না’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মহামারীর অর্থনৈতিক ক্ষতি বিষয়ে সতর্ক করে শুক্রবার বলেছেন, তিনি আশা করেন যে, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় জাতীয় লকডাউনের সময় কমে আসছে। তবে স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
‘জাতীয় লকডাউনে ফিরে যাওয়ার চেয়ে স্থানীয় ব্যবস্থা, টেস্ট এবং ট্রেস সিস্টেম ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন অন্য এক পর্যায়ে চলেছি’। জনসন বলেন, তিনি আশা করেন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রত্যেক শিক্ষার্থী সেপ্টেম্বরে পুরোপুরি স্কুলে ফিরে যেতে পারবে।
তিনি বলেন, ‘যা ঘটেছে তার জন্য বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে’। ‘এটি পূরণ করা বেদনাদায়ক এবং ব্যয়বহুল হবে’। জনসন বলেন, ‘সামনে কিছু কঠিন সময় আসবে। আমরা আমাদের আর্থিক ব্যবস্থাপনা যথাসাধ্য বিচক্ষণতা ও সংবেদনশীলতার সাথে পরিচালনা করতে পারব’।
Earlier today I went to Bovingdon Academy to see how they are safely getting kids back into school.
Our £1 billion fund is going to help schools catch up and bounce forward when all schools come back in September. pic.twitter.com/PwdAFgwHgQ
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) June 19, 2020