ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণে হ্রাস
রাজনীতি শুরুর পর কখনই জনপ্রিয়তায় এতোটা ধস নামেনি ট্রাম্পের। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে করা জরিপ বলছে, বর্তমানে জো বাইডেনের জনপ্রিয়তা যেখানে ৪৮ শতাংশ ট্রাম্পের ৪২ শতাংশ। চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে ট্রাম্পের ভূমিকাই তার জনপ্রিয়তা হ্রাসের কারণ। বিক্ষোভ দমন করতে গিয়ে তার নেয়া উদ্যোগগুলো ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও ২১টি রাজ্যে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রামণ। ভোটাররা মনে করছেন, তাদের প্রেসিডেন্ট একেবারেই এই অতিমহামারী সামাল দিতে পারেননি। আরেকটি ব্যর্থতার জায়গা হলো বেকারত্ব।
৬৪ শতাংশ ভোটার বলছেন তাদের প্রেসিডেন্ট বর্ণবাদী, ৬৭ শতাংশশের মতো তিনি করোনা ভাইরাস ঠেকাতে ব্যর্থ, ৬৭ শতাংশের মতে তিনিই বেকারত্বের মূল কারণ। ট্রাম্পের নেয়া বিভিন্ন পদক্ষেপ সমর্থন করেন না ৬১ শতাংশ ভোটার। আর সমর্থন করেন ৩২ শতাংশ। গত মাসে এই অনুপাত ছিলো ৫৬ ও ৩৭ শতাংশ। ২০ শতাংশের কম ভোটার বলেছেন, তাদের বাড়ি থেকে কেউ না কেউ জর্জ ফ্লয়েডের পক্ষে বিক্ষোভ করেছে। ৫৭ শতাংশ ভোটার এই আন্দোলনকে সমর্থন করেন।