লন্ডনে সঙ্গীতানুষ্ঠানে সংঘাতে ২২ পুলিশ কর্মকর্তা আহত
ব্রিটেনের লন্ডনে বেআইনীভাবে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে সংঘাতে ২২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাতে লন্ডনে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রাণঘাতি করোনাভাইরাস মহামারিতে লকডাউনের কারণে জমায়েত নিষিদ্ধ ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তারা অনুষ্ঠান বন্ধ করতে গেলে সংঘর্ষ বাধে। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশের কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কমান্ডার কলিন উয়িংগ্রোভ বলেন , এটা বেআইনী জমায়েত ছিল । করোনাভাইরাস প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের জন্য এটা ছিল হুমকি। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের উপর হামলা মেনে নেয়া যায় না ।
Last night @LambethMPS responded to calls from local residents, concerned about a large gathering in Brixton.
We encouraged the crowd to leave, but they did not engage. At least 15 officers injured, 2 required hospital treatment.
📰| https://t.co/6LauZPjnx1 https://t.co/cMKcM98pZB
— Metropolitan Police (@metpoliceuk) June 25, 2020