ব্রিটিশ বিমানবন্দরগুলোয় ছাঁটাইয়ের ঝুঁকিতে ২০ হাজার কর্মী
ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন। কভিড-১৯ মহামারীতে গত কয়েক মাসের শাটডাউন এবং কোয়ারেন্টিন নীতিমালা পুনরায় চালু হতে যাওয়ায় বর্তমান সংকটের সামনে দাঁড়িয়ে বিমানবন্দরগুলো এ ছাঁটাইয়ে যেতে পারে। এ অবস্থায় সরকারের তরফ থেকে আরো বিস্তৃত পদক্ষেপের দাবি জানিয়েছে শিল্পসংশ্লিষ্ট একটি গ্রুপ। খবর রয়টার্স।
৫০টিরও বেশি বিমানবন্দরের প্রতিনিধিত্বকারী দি এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন (এওএ) জানায়, যুক্তরাজ্যের বিমানবন্দরে ভবিষ্যতে যাত্রী পরিবহন লক্ষণীয়ভাবে কমবে। এতে তাদের ২০ হাজারের মতো কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।
এওএ আরো সতর্ক করে বলছে, বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শিল্পেরও ১ লাখ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে পড়বেন।
বুধবার রাতে বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিস ও কার্গো হ্যান্ডলিং কোম্পানি সুইসপোর্ট জানায়, তারা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ৪ হাজার ৫৫৬ জন কর্মী ছাঁটাই করতে পারে।
যুক্তরাজ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক ও ইজিজেট এরই মধ্যে জানিয়েছে, তাদেরও প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই হতে যাচ্ছে। দেশটির বৃহত্তম বিমানবন্দর হিথ্রো বলছে, তারাও কর্মী সংকোচনের দিকে এগোচ্ছে।