‘বেইলআউটে’ ইইউর অনুমোদন
দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পেল লুফথানসা
সংকটাপন্ন জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসার জন্য দেশটির সরকারের বিপুল আর্থিক পুনরুদ্ধার পরিকল্পনায় (বেইলআউট) অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইনস দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পেল। তবে এক্ষেত্রে এয়ারলাইনসটিকে শর্ত জুড়ে দিয়েছে ইউরোপীয় কমিশন।
ইউরোপীয় কমিশন জানায়, বিমান পরিবহন সংস্থা লুফথানসাকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষায় কোম্পানিটিতে বার্লিনের ৬০০ কোটি ইউরো প্রবেশের পরিকল্পনায় অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে লুফথানসাকে অন্য প্রতিযোগী এয়ারলাইনসগুলোকে স্বচ্ছ প্রতিযোগিতার জন্য ফ্রাংকফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে যথেষ্ট সুযোগ দিতে হবে।