হোম অফিসের সিস্টেমে বিদ্যমান দোভাষীদের দুর্বলতা
ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের কীভাবে হোম অফিসের জিজ্ঞাসাবাদের সময় ‘অপরাধীদের মতো’ বোধ করা হয়
‘অবিশ্বাসের সংস্কৃতি‘ আশ্রয় প্রার্থীদের দুর্ভোগ সৃস্টি করছে
ফ্রিডম ফর টর্চার -এর প্রতিবেদনে প্রাপ্ত তথ্য, ২০১৭ কিংবা ২০১৮ সালে হোম অফিস কর্তৃক গৃহীত আশ্রয় (এসাইলাম সেকার) সংক্রান্ত সাক্ষাৎকার, ফোকাস গ্রুপের ধারাবাহিক বিবরণ এবং ২৫ জন নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তির সাক্ষাৎকার, যারা আশ্রয় সংক্রান্ত সাক্ষাৎকারে হাজির হয়েছিলো, এসব থেকে দেখা যায়, তাদেরকে তাদের অভিজ্ঞতার পূর্ণ বিবরণ দেয়া থেকে প্রায়শ: বাধা দেয়া হয় কিংবা তাদের প্রমাণাদির ব্যাখ্যা দেয়ার সুযোগ দেয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, হোম অফিসের কিছু কেস ওয়ার্কারকে প্রশ্নের ক্ষেত্রে দুর্বল কৌশল অবলম্বন করতে দেখা গেছে। এবং সাক্ষাৎকারকালে সারভাইভারদের অবিশ্বাস করার সম্ভব ভুলটি করতে দেখা যায়, দাবিকারীদের প্রতি সকল ক্ষেত্রে সহানুভূতি ও পেশাগত দায়িত্ববোধও প্রদর্শন করা হয়নি। একটি…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login