এতে গড় মূল্যের ৪৫০০ পাউন্ড সাশ্রয় হবে

বাড়িঘর বিক্রয়ে স্টাম্প ডিউটি বাতিল করেছে যুক্তরাজ্য সরকার

‘এ উদ্যোগ ১০ জন বাড়ির ক্রেতার ৯ জনকে উপকৃত করবে’

ব্রিটেনে ৫ লাখ পাউন্ডের কম মূল্যের বাড়িঘরের বিক্রয়ের ওপর স্টাম্প ডিউটি অর্থাৎ স্ট্যাম্প ফী বাতিল করা হয়েছে। অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে। হাউজিং মার্কেটের স্থবিরতা কাটাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, এ উদ্যোগ ১০ জন বাড়ির ক্রেতার ৯ জনকে উপকৃত করবে, এতে গড় মূল্যের ৪৫০০ পাউন্ড সাশ্রয় হবে। চ্যান্সেলরের ইমার্জেন্সী মিনি বাজেটের অংশ হিসেবে এ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। মহামারির মারাত্মক আর্থিক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বেকারত্বের বিস্ফোরণ ঠেকাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। মিঃ সুনাক আরো বলেন, মে মাসে যথাযথ লেনদেন ৫০ শতাংশ হ্রাস পায় —যা গত ৮ বছরে এই প্রথম দরপতন। ঘোষিত এই…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button