বিএনপি নেতা আব্দুল আলীমের আমৃত্যু কারাদণ্ড
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আলীমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আনা ১৭টি অভিযোগে মধ্যে ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ৬টি অভিযোগ প্রমাণিত হয়নি । দুটি অভিযোগে কোন সাক্ষী রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন। এর আগে সকাল ১০ টা ৪২ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে আসন নেন ৩ বিচারপতি। সকাল ১০টা ৪৯ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৯১ পৃষ্ঠার এই রায়ের রায়ের সংপ্তিসারের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি শাহিনুর ইসলাম। ট্রাইব্যুনালের অপর বিচারক মো. মুজিবুর রহমান মিয়া রায়ের দ্বিতীয় অংশ পড়ার পর ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণা করেন। প্রথমে সকাল ১০টা ৩৩ মিনিটে আলীমকে তোলা হয় কাঠগড়ায়। পৌনে দশটার দিকে আলীমকে একটি সাদা অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ট্রাইব্যুনালে আনা হয়।