সামনে কঠিন সময়ের সতর্কবাণী দিয়ে কর বৃদ্ধির ইংগিত
ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক করোনাভাইরাস সংকটে দরুণ পরিশোধ্য ট্যাক্স বৃদ্ধির পথ প্রশস্ত করেছেন। তিনি এমপিদের বলেছেন, এটা হচ্ছে তা-ই কিংবা ব্যয় সংকোচন, যা বরিস জনসন বাতিল করেছেন। মিঃ ঋষি সুনাক কোভিডের কারণে এ বছর ৩৭২ বিলিয়ন পাউন্ডের একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবরের মুখোমুখি। প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড চলে যাবে এনএইচএস প্লাস ১৯০ বিলিয়ন পাউন্ডের কর হারানোসহ শ্রমিক ও ফর্মগুলোর আর্থিক সংকট কাটাতে এবং পাবলিক সার্ভিস সমূহের জন্য। তিনি কমন্সের ট্রেজারি কমিটিকে বলেন, দেশের প্রয়োজন পাবলিক ফাইন্যান্সসমূহকে একটি টেকসই ভিত্তির উপর পুনরুদ্ধারে করারোপের ক্ষেত্রে একটি ‘সংবেদনশীল রুপান্তর’। মিঃ সুনাক বলেন, মৌলিক দিক দিয়ে আমরা সমৃদ্ধির পথে করারোপ চাইনে, আমরা চাই…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login