মুফতি ওয়াক্কাস ও ইজহারুল পুত্র হারুন রিমান্ডে
হেফজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলামের ছেলে হারুন বিন ইজাহারকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে মহানগর হাকিম মুশফিকুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার দুপুর দেড়টায় হারুন ইজহারকে কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। উল্লেখ্য, বুধবার ভোর ৪টার দিকে হারুন ইজাহারকে এক সহযোগীসহ তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামের জালালী চৌধুরীর বাড়ি থেকে গ্রেফতার করে সিএমপি পুলিশের একটি টিম। হারুনের সহযোগীর নাম জুনায়েদ (৩০)।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের জামিন নাকচ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পল্টন থানার এস আই শেখ মাহবুবুর রহমান মুফতি ওয়াক্কাসকে মুখ্য মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে হাজির করেন। গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা, রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরক দ্রব্য আইনে পল্টন থানায় দায়ের একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে মুফতি ওয়াক্কাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।