ইংল্যান্ডে অতিরিক্ত ফ্লোর সংযোজনের অনুমতি পাচ্ছেন বাড়ির মালিকেরা

ব্রিটেনে বাড়ির মালিকেরা শিঘ্রই পূর্ণ প্ল্যানিং অনুমতি ছাড়াই তাদের বাড়িঘরে অতিরিক্ত দু’টি ফ্লোর সংযোজন করতে পারবেন এবং ডেভেলাপাররা অব্যবহৃত বানিজ্যিক পরিসর ভেঙ্গে ফেলতে ও আবাসিক ইউনিটসমূহ তৈরি করতে পারবেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন নীতিমালা লোকজনকে বয়স্ক স্বজনদের জন্য অধিক সংখ্যক বেডরুম কিংবা ফ্ল্যাট এবং অতিরিক্ত অ্যাপার্টমেন্ট তৈরীতে অনুপ্রাণিত করবে। ‘পারমিটেড ডেভেলাপমেন্ট’ অর্থাৎ অনুমতিলব্ধ উন্নয়নের আওতায় এসব পরিবর্তন অনুমতি পাবে। এটা স্থানীয় কাউন্সিলসমূহকে উন্নয়নের অগ্রযাত্রা প্রতিহত করতে বাধা দেবে। তবে এতে এলাকার লোকজন তাদের এলাকার দৃশ্যপট নিয়ে যথাযথ কিছু বলার সুযোগ থাকবে না বলে কাউন্সিল সমূহের অভিমত। কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে, এ ব্যবস্থা হাইস্ট্রিটস ও শহরের কেন্দ্রগুলোর পুনরুজ্জীবনে স্বল্প পরিসরের স্থানগুলোকে…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button